লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কৃষক মোঃ ফারুক মিয়া (৫৩)কে নৃশংস হত্যাকান্ড রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করেছে পুলিশ। পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় মাধবপুর থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে এই রহস্য উদঘান করে।
এর আগে, মরদেহে উদ্ধারের পর মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে অভিযানে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রসুলপুর গ্রামের নাজির আহমেদের পুত্র মোহাম্মদ আলী ওরফে রুবেল (৩২) ও বুল্লা ইউনিয়নের মনতলা রেল স্টেশনের বাসিন্দা মৃত মতি লাল কর্মকারের পুত্র বিধান কর্মকার (৩৫)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার গ্রেফতারকৃত বিধান কর্মকার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। বিকাল ৪টায় আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পাওনা টাকাকে কেন্দ্র করেই এই হত্যাকাÐ সংঘটিত হয়েছে। পুলিশ আরও তদন্তের মাধ্যমে ঘটনাটির পেছনের অন্যান্য কারণ ও জড়িতদের শনাক্ত করতে কাজ করে যাচ্ছে।