ঢাকা , রবিবার, ২৫ মে ২০২৫ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্থলীতে ২৫০০প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী


আপডেট সময় : ২০২৫-০৫-২৫ ১৭:৩০:০৫
রাজস্থলীতে ২৫০০প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী রাজস্থলীতে ২৫০০প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে সেনাবাহিনী


মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী (রাঙ্গামাটি)। বিশেষ তল্লাশি চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা শুল্কবিহীন ৫ কাটুন অর্থাৎ ১০০০০*৫= ৫০ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 


রবিবার (২৫ মে) সকাল ৮ টার দিকে ৫৬ ইস্ট বেঙ্গল (কাপ্তাই জোন) এর আওতাধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের প্রধান চেকপোস্টে অবৈধভাবে পাচারকালে একটি মাহিন্দ্রা গাড়ি তল্লাশি চালিয়ে ২,৫০০ প্যাকেট (৫০,০০০) শলাকা ভারতীয় ORIS সিগারেট জব্দ করতে সক্ষম হয়।
যার আনুমানিক বাজারমূল্য ৩,৭৫০০০ (তিন লক্ষ পঁচাত্তর হাজার) টাকা। 


জানা যায়, অবৈধভাবে আনা এইসব সিগারেট ভারত থেকে সীমান্ত সড়ক দিয়ে বাঙ্গালহালিয়ার উদ্দেশ্যে পাচারকালে সেনাবাহিনী মাহিন্দ্রা থেকে এই সিগারেট জব্দ করে। 


রাজস্থলী আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, অবৈধভাবে সীমান্ত সড়ক দিয়ে আসা ভারতীয় (ORIS) সিগারেটের একটি চালান সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যরা আটক করতে সক্ষম হয়। জব্দকৃত এসব সিগারেট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রাজস্থলী থানায় হস্তান্তর করা হয়। 
এমন তল্লাশি চোরাচালান টেকাতে অব্যাহত থাকবে বলেছেন সেনাবাহির পক্ষ থেকে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ