ঢাকা , রবিবার, ২৫ মে ২০২৫ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর মহাদেবপুর উপজেলা হলরুমে দিনব্যাপী পাটনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৫-২৪ ২২:২৬:৩৯
নওগাঁর মহাদেবপুর উপজেলা হলরুমে  দিনব্যাপী পাটনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত নওগাঁর মহাদেবপুর উপজেলা হলরুমে দিনব্যাপী পাটনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত
 
 
 উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে পাটনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

 
কৃষক মাঠ স্কুলের কৃষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলায় কর্মরত সাংবাদিকসহ ১শ জন এ কর্মশালায় অংশগ্রহণ করেন। 

 
উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. মেহেদুল ইসলাম।

 
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. খুরশিদুল ইসলাম, 

 
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো. মাহবুব আলম চৌধুরী, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির মো. আব্দুল আজিজ সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সেক্রেটারী মুফতি মা’আরিফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, কৃষক মো. ইলিয়াস হোসেন প্রমূখ।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ