ঢাকা , রবিবার, ২৫ মে ২০২৫ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে সেনাবাহিনী কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।


আপডেট সময় : ২০২৫-০৫-২৪ ২০:৩৯:৩৪
নাটোরে সেনাবাহিনী কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। নাটোরে সেনাবাহিনী কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ​

মোঃ রেজাউল করিম, রাজশাহী বিভাগীয় প্রধানঃ নাটোরে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা, ১১৮২ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

 
আজ ২৪ মে ২০২৫ (শনিবার) বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় স্থানীয় জনসাধারণের মাঝে মেডিকেল সেবা প্রদানের পরিকল্পনা করা হয়। এরই অংশ হিসেবে আজ ২৪ মে ২০২৫ তারিখে ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে নাটোর জেলার দীঘাপতিয়া এম. কে. কলেজে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।


এ সময় স্থানীয় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ বিতরণ করা হয়। উল্লেখিত ক্যাম্পেইনে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের মেডিসিন, শিশু, প্রসূতিরোগ এবং সার্জিকাল বিশেষজ্ঞ ডাক্তারগণ এই এলাকার জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন। মোট ১১৮২ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় (মেডিসিন ৩৩০, সার্জিক্যাল ৫০৪, গাইনি ১৮১, শিশু ১৬৭)। রাজশাহী বিভাগের অন্যান্য জেলাগুলোতেও ক্রমান্বয়ে এই ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে।  

 
বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাজশাহী বিভাগের জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় এবং মানবিক সহায়তা চলমান রাখার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ