ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বড়াইগ্রামে চেয়ারম্যান প্রার্থীর উদ্দ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প


আপডেট সময় : ২০২৫-০৫-২৪ ১৭:৫৩:২১
বড়াইগ্রামে চেয়ারম্যান প্রার্থীর উদ্দ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প বড়াইগ্রামে চেয়ারম্যান প্রার্থীর উদ্দ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প


মোঃ মেহেদী হাসান সরকার, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের চান্দাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল হান্নান বাদশার উদ্দ্যেগে ও মরহুম মাওলানা আব্দুল হাই ফাউন্ডেশন এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


ফ্রি ক্যাম্পের উদ্ধোধন করেন, বড়াইগ্রাম উপজেলা আমির মাওলানা মোঃ হাবিবুর রহমান। তিনি তার বক্তব্যে প্রত্যন্ত অঞ্চলে ইসলামি ব্যাংক হাসপাতাল রাজশাহীর পক্ষ থেকে এমন একটি ফ্রি ক্যাম্পের আয়োজন করায় কর্তপক্ষকে ধন্যবাদ জানান। উক্ত ক্যাম্পে ইউনিয়ন আমির মাওলানা মোঃ নূরে আলম, চান্দাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


এতে প্রায় ৩হাজার দরিদ্র ও সুবিধা বঞ্চিত অসহায় রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো। শনিবার দিনব্যাপী চান্দাই উচ্চ বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ০৯ টি গ্রাম থেকে অসহায় সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে ক্যাম্পে ভিড় জমান।



ইসলামি ব্যাংক হাসপাতাল রাজশাহীর প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল হান্নান জানান, মূলতঃ বিভাগীয় বা জেলা শহর এই জনপদ থেকে অনেক দূরে হওয়ায় আমার এলাকার সাধারণ মানুষ সঠিকভাবে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে না। আমার পিতা মরহুম মাওলানা আব্দুল হাইয়ের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করে তার রেখে যাওয়া সুবিধাবঞ্চিত জনগণের মধ্যে সেবা পৌঁছে দিতেই এই আয়োজন।আগামী দিনে এলাকার মানুষের কল্যাণে সর্বদা নিজেকে উৎসর্গ রাখার প্রতিজ্ঞা করেন।


স্থানীয়রা ক্যাম্পের ভূয়সী প্রশংসা করে বলেন, এমন আয়োজন আরও বেশি হওয়া দরকার, যাতে প্রত্যন্ত এলাকার মানুষ সহজেই চিকিৎসা সেবা পায়।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ