ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নারীসহ ৫ মাদকসেবী কে সাজা দেওয়া হয়।


আপডেট সময় : ২০২৫-০৫-২৪ ০০:৪৪:১৬
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নারীসহ ৫ মাদকসেবী কে সাজা দেওয়া হয়। চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নারীসহ ৫ মাদকসেবী কে সাজা দেওয়া হয়।
 
 
মোঃ ইকবাল মোরশেদ, স্টাফ রিপোর্টার। কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় এক মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে এক নারীসহ মোট ৫জনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 
বুধবার (২১ মে) দুপুরে চান্দিনার রুপনগর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর খুবই গোপন সূত্রে খবর পেয়ে এক এক ভ্রাম্যমান অভিধান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন জনকে ২বছর ও দুই জনকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।

 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও ভ্রাম্যমাণ আদালত রুপনগর এলাকায় যৌথ অভিযান চালায়।

 
এ সময় রুপনগর এলাকার মৃত আব্দুল খালেকের দুই ছেলে মোঃ সাগর (২৫) ও মোঃ আলমগীর ((২৮), মেয়ে শিউলি আক্তার (৩০) এবং হাবিবুর রহমানের ছেলে মোঃ আকবর হোসেন সরকার (৪২), মোঃ আব্দুল বারেকের ছেলে মোঃ ইয়াছিন (২০) নামে ৫ ব্যক্তিকে মাদক বিক্রি ও সেবনরত অবস্থায় আটক এবং তাদের কাছে থাকা মাদকদ্রব্য জব্দ করা হয়।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ