সাংবাদিক ফরিদ উদ্দিন চৌধুরী'র মৃত্যুতে প্রেসক্লাবের আয়োজনে দোয়া মিলাদ
সাংবাদিক ফরিদ উদ্দিন চৌধুরী'র মৃত্যুতে প্রেসক্লাবের আয়োজনে দোয়া মিলাদ
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় সাংবাদিক ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে হিজলা প্রেসক্লাবের আয়োজনে দোয়া মিলাদ ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক ফরিদ উদ্দিন চৌধুরি হিজলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালকসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করেছেন।
সাংবাদিক ফরিদ উদ্দিন চৌধুরি দীর্ঘদিন নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার দিবাগত রাতে বরিশাল নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।পড়ে হিজলা উপজেলায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুম সাংবাদিক ফরিদ উদ্দিন চৌধুরীরর রুহের মাগফেরাত কামনায় শুক্রবার সকাল ১০ টায় হিজলা প্রেসক্লাব হলরুমে দোয়া মিলাদ কোর আন খতম করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ফরিদ উদ্দিন চৌধুরীর বড় ভাই অধ্যক্ষ আক্তার উদ্দিন, সিনিয়র সাংবাদিক ফারুক খান, দেলোয়ার হোসেন, নুরনবী, সোহাগ সর্দার, আল মামুন, মাহাবুবুল হক সুমন, সাইফুল ইসলাম, মো. সেলিম রাড়ী, মনির মল্লিক, মামুন তালুকদার, জহির রায়হান, রোকনুজ্জামান খান, মামুন জমাদ্দার, কাজল দে, সাদ্দাম হোসেন সহ মুলাদী উপজেলার সিনিয়র সাংবাদিক মোশারফ হোসেন, তারেক হোসেন, সাহিন,রাকিব সহ অনেকে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স