ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের হাতে ১৪০০ পিস ইয়াবা সহ মোসাম্মৎ ফাতেমা বেগম (২৮) নামের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
২৩ মে শুক্রবার দুপুর সারে বারোটার দিকে আউলিয়া বাজার টু হরষপুর রাস্তার খাটিংগা নামক স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে জিজ্ঞাসা ও তল্লাশি করলে এই ইয়াবা চালান পাওয়া যায়।
গ্রেফতারকৃত মোসাম্মৎ ফাতেমা বেগম (২৮) উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মধ্য পাড়ার আব্দুর সাত্তার এর স্ত্রী ও একেই গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই ফারুক আহমদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে আউলিয়া বাজার টু হরষপুর রাস্তায় ১৪০০ পিস ইয়াবা সহ মোসাম্মৎ ফাতেমা বেগম (২৮) গ্রেফতার করেন।
এই বিষয়ে বিজয়নগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ পূর্বক পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।