ঢাকা , শনিবার, ২৪ মে ২০২৫ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরের ইয়াবাসহ আটক ১


আপডেট সময় : ২০২৫-০৫-২৩ ২৩:৪৮:৪৯
শেরপুরের ইয়াবাসহ আটক ১ শেরপুরের ইয়াবাসহ আটক ১
 
 
জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ৫০ পিস ইয়াবাসহ মহিউদ্দিন আলমগীর (৪০) নামে একজনকে আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

 
২২ মে বৃহস্পতিবার রাতে পৌরশহরের আড়াইআনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মহিউদ্দিন পৌরশহরের আড়াইআনী জেলখানা মোড় এলাকার আজগর আলীর ছেলে।

 
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের আড়াইআনী বাজারের জেলখানা মোড়ের পাশে ইটের রাস্তায় অভিযান চালায়  পুলিশ। ওইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় মহিউদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি করে প্যান্টের পকেটে রাখা ৫০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়। 

 
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আটক হওয়া মাদক কারবারির বিরুদ্ধে থানায় মামলা দিয়ে ২৩ মে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ