নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের অনেক ত্রুটি থাকলেও জাতীয় স্বার্থে এ সরকারকে টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকাস্থ পটুয়াখালী ফোরামের এক প্রীতি সমাবেশে এ কথা বলেন তিনি। ডা. তাহের বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমাদের সবার চাওয়া, এরজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে, নির্বাচন ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করলে সবার সন্দেহ-সংশয় কেটে যাবে।
এসময় জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাওয়ার ঘটনা আমাদের জন্য উদ্বেগের। এর দায় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
ড. মাসুদ আরো বলেন, সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা এই উদ্বেগ থেকে বর্তমান সরকারের কেউ কেউ পদত্যাগ করার চিন্তা করছে। নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয় তাহলে এ দায় শুধু নির্বাচন কমিশনের নয় রাজনৈতিক দল হিসেবে আমাদেরও। সুষ্ঠু নির্বাচন ব্যর্থ হলে শুধু রাজনৈতিক দল ব্যর্থ হবে না, দেশ ব্যর্থ হবে। আমরা কোনভাবেই দেশকে ব্যর্থ হতে দিতে পারিনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এড. মোয়াযযম হোসাইন হেলাল, পটুয়াখালী জেলা জামায়াতের আমীর এড. নাজমুল আহসান, সাবেক আমীর অধ্যাপক শাহ আলম, পটুয়াখালী-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল কাইউম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি মু. রাকিবুল ইসলাম, বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক মু আব্দুল হক, ডা. সুলতান আহমদ, শহিদুল ইসলাম কায়সারী, ঢাকা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রাজ্জাক প্রমুখ।