মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : "ধান বিক্রি মোবাইল অ্যাপে লাভ থাকবে কৃষকের হাতে " এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আজ শুক্রবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মেহেদী হাসান, প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম,বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুন নেছা সুমি।
আরও উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনির আকন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংবাদিক এস এম আকাশ ও বিভিন্ন ইউনিয়নের ৫০ জন কৃষক।