কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। পিরোজপুরের কাউখালীতে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে ৪৫টি ওয়ার্ডের নেতা নির্বাচিত করলেন শিয়ালকাঠী, আমরাজুড়ী, চিরাপাড়া পারসাতুরিয়া, সয়না রগুনাথপুর ও কাউখালী সদর ইউনিয়নে ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা। ধারাবাহিকভাবে গত ১৮মে থেকে ইউনিয়নের ওয়ার্ড সম্মেলনের শুরু হয়ে বৃহস্পতিবার (২২মে) উপজেলার কাউখালী সদর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সম্মেলন কাউখালী দক্ষিণ বাজার ইকোপার্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
গত পাঁচ দিন উপজেলার সকল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনুকুল ইসলাম টিপু, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু, যুগ্ন আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। এ সকল সম্মেলনের উদ্বোধক ছিলেন কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ। এবং পিরোজপুর জেলা বিএনপির মনোনীত প্রতিটি ইউনিয়নে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনারবৃন্দ।
বৃহস্পতিবার ২২ মে কাউখালী সদর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সর্বশেষ সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশনের শুভ সূচনা হয়। সম্মেলন উদ্বোধন করেন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস, এম আহসান কবির। ইউনিয়ন বিএনপির সভাপতি আজম আলী খানের
সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মঠবাড়িয়া পৌর বিএনপি'র আহ্বায়ক একেএম হুমায়ুন কবির, জেলা বিএনপির সদস্য ভান্ডারিয়া পৌর বিএনপির সদস্য সচিব মাসুদ রানা পলাশ।
সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা, যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান নিক্সন, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক, বিএনপির সিনিয়র সদস্য শাফিউল আজম ভিপি দুলাল, শাহ ইমরান ফারুক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, ওয়ার্ড বিএনপি'র নেতা জাকির হোসেন জুয়েল অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম শহিদুল আলম বাদল। এসময় উপজেলা - ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
৪৫ টি ওয়ার্ড বিএনপি'র সম্মেলনকে ঘিরে কাউখালী উপজেলার প্রতিটা গ্রামে বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করেছে।
সম্মেলনের ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে কাউন্সিলর গণের প্রত্যক্ষ ভোট ও সর্ব সম্মতিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।