ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মহাসড়কে ধান/খড় ও ভুট্টা, না শুকানোর জন্য বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশের আহবান।


আপডেট সময় : ২০২৫-০৫-২৩ ১৬:৩১:৫১
মহাসড়কে ধান/খড় ও ভুট্টা, না শুকানোর জন্য বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশের আহবান। মহাসড়কে ধান/খড় ও ভুট্টা, না শুকানোর জন্য বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশের আহবান।

 
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলার কলাবাগান নামক স্থানে ২৩মে শুক্রবারবড়দরগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওমর ফারুকের নেতৃত্বে সংঙ্গীয় অফিসার ও ফোর্স সহ একটি টহলদল ঢাকা - রংপুর মহাসড়কের বড়দরগা,


বিশমাইল ও কলাবাগান সহ বিভিন্ন জায়গায় কৃষক ও শ্রমিকদের সাথে আলোচনা করেন, এবং মহাসড়ক আইন ২০২১ অনুযায়ী কোন ফসল শুকানো ও অন্য কোন কাজের জন্য মহাসড়ক ব্যবহার করা যাবেনা বলে তাদের জানান। তাই এসকল


কাজে রোড দুর্ঘটনা হতে সময় লাগে না তাই মহাসড়ক ব্যবহার না করা এবং জনকল্যাণ মুলক কাজে পুলিশ কে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। পরে অনেকে মহাসড়ক থেকে, ধান/খড় সরিয়ে নেন। জনস্বার্থে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ