হবিগঞ্জ থেকে শাহ্ মোঃ মামুনুর রহমানঃ হবিগঞ্জ জেলার সর্ববৃহৎ আলিয়া মাদরাসা, সদরে অবস্থিত হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল অনার্স ৩য় ব্যাচ সমাপনী ও ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা উপলক্ষে গতকাল ২২শে মে ২০২৫ বৃহস্পতিবার সকাল ১০ঃ৩০টায় মাদরাসা হলরুমে অধ্যক্ষ মুফতি মুহাম্মদ ফারুক মিয়ার সভাপতিত্বে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলার সম্মানিত উপপরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিসহ অত্র মাদরাসার সাবেক ও বর্তমান সম্মানীয় শিক্ষক-শিক্ষিকা ও সম্মানিত অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন। আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগীয় প্রধান মুফতি হাফিজ আহমদ নিজামী শাফির সঞ্চালনায় সম্মানীয় অতিথিবৃন্দের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলা,
আরবি ও ইংরেজি ভাষায় বক্তব্য রাখেন, মাদরাসার মাস্টার্স পরীক্ষার্থী মুহাম্মদ ইমরান হোসাইন, অনার্স ৪র্থ বর্ষের মুহাম্মদ শাকিল মিয়া, মুহাম্মদ মুনির হোসাইন, কামিলের মুহাম্মদ আব্দুল মুসাব্বির মাসুমসহ অনেকেই।
অনুষ্ঠানে বিদায়ী পরীক্ষার্থীদেরকে 'শিক্ষার্থী স্মারক' প্রদান করা হয়। উল্লেখ্য, এবারের ১জন পরীক্ষার্থী হাফেজ বদরুল আলম উমায়ের গত রমজান মাসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তিকাল করেন। তাকেও মরণোত্তর স্মৃতি স্মারক প্রদান করা হয়। এসময় এক আবেগাপ্লুত পরিবেশে শিক্ষক ও বন্ধুবান্ধবসহ উপস্থিত সবাই মুনাজাতে কান্নায় ভেঙে পড়েন। মুনাজাত পরিচালনা করেন মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা হামিদুর রহমান চৌধুরী।