ঢাকা , শুক্রবার, ২৩ মে ২০২৫ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের উদ্যোগে উপকরণ বিতরণ


আপডেট সময় : ২০২৫-০৫-২২ ১৫:৩৭:৪৮
কাউখালীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের উদ্যোগে উপকরণ বিতরণ কাউখালীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের উদ্যোগে উপকরণ বিতরণ

 
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার (২২ মে) বেলা সাড়ে এগারোটায় প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের উদ্যোগে উপকরণ বিতরণ করা হয়। 

 
উপকরণের মধ্যে রয়েছে, প্রাণীর পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় ১০ জন খামারির মধ্যে নগদ অর্থ, সাইনবোর্ড ও ৬ জন খামারের মধ্যে সাইলেস প্রযুক্তির বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।


প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ জন দুগ্ধ উৎপাদনকারী দলের খামারিকে ঘাস কাটার জন্য মেশিন দেওয়া হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সোমা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রানা মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেনারি সার্জন ডাক্তার মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার রাজীব ভাবুক। 





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ