ঢাকা , বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে শাহরোজ খান হাডুডু টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৫-২১ ২২:৪০:২১
গৌরনদীতে শাহরোজ খান হাডুডু টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান গৌরনদীতে শাহরোজ খান হাডুডু টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান


নিজস্ব প্রতিবেদকঃ আবহমান বাংলার গ্রামীন ঐতিহ্য গ্রামবাংলার হাডুডু খেলা আজ বিলুপ্ত প্রায়। হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী হাডুডু খেলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ও  মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাহরোজ খান হাডুডু টুর্নামেন্ট এর আয়োজন করা হয়।


বাহাদুরপুর শাহরোজ খান ঈদগাহ ময়দানে হাডুডু প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন, গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মোঃ রাজিব হোসেন।


বিশেষ অতিথি ছিলেন, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, গৌরনদী বিআরডিবির চেয়াারম্যান সোহানুর রহমান সোহাগ।


অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাহিলাড়া ইউনিয়ন বিএনপি'র সদস্য মোঃ সবুজ শিকদার, বাটাজোর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেনসহ অন্যান্যরা। হাডুডু টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব। উদ্ধোধনী খেলায় অংশ নেন বাহাদুরপুর একাদশ বনাম শাহজিরা একাদশ।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ