ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার এক মাদ্রাসায় ৮ বছরের শিশু ১৩ মাস পাঠদানের মাধ্যমে ৩০ পারা কোরআন মুখস্ত করে হাফেজ হয়েছে। এই বিস্ময় বালক বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামে অবস্থিত হযরত শাহ জালাল (রহঃ) ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন সুন্নীয়া মাদ্রাসা ছাত্র হাফেজ মোঃ মাশেকুর রহমান।
হাফেজ মোঃ মাশেকুর রহমান বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামের প্রবাসী মোঃ দুলাল মিয়ার ছেলে। সে ৪ ভাইবোনের মধ্যে বাবা মায়ের গর্বিত দ্বিতীয় সন্তান।
হাফেজ মোঃ মাশেকুর রহমান এর চাচা মোঃ বিল্লাল মিয়া জানান, আমার প্রবাসী ভাই মোঃ দুলাল মিয়ার এর ছেলে মোঃ মাশেকুর রহমান অল্প সময়ে পবিত্র কুরআন শরীফ মুখস্ত করেছে। আমরা পরিবারের পক্ষ থেকে আল্লাহ ও তাহার উস্তাদদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশবাসীর কাছে মোঃ মাশেকুর রহমান এর জন্য দোয়া চাই। যেন সে বড় হয়ে ভালো আলেম হতে পারে। আল্লাহ যেন তাহাকে কবুল করে।
হযরত শাহ জালাল (রহঃ) ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন সুন্নীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, মাওলানা হাফেজ ক্বারী কামাল উদ্দিন জানান, মাদ্রাসাটি যাত্রার পর থেকে শিক্ষার্থীদের অতি যত্নের সাথে পাঠদান সহ সকল বিষয়ে গুরুত্বের সাথে পরিচালনা পরিষদ ও শিক্ষকরা দেখে আসছে।
ইতিমধ্যেই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও বিজয়নগর উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে স্বর্ণপদক প্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করেছে।
উল্লেখ্য, বিস্ময় বালক হাফেজ মোঃ মাশেকুর রহমান এর শিক্ষা প্রতিষ্ঠান বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামে অবস্থিত হযরত শাহ জালাল (রহঃ) ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন সুন্নীয়া মাদ্রাসাটি ২০২২ সালের প্রহেলা জানুয়ারী থেকে তাদের কার্যক্রম শুরু করে বর্তমানে আবাসিক, ডে কেয়ার এর মাধ্যমে হিফজ ও নুরানী বিভাগে ৯৫ জন শিক্ষার্থী পাঠদান করছে।
সারাক্ষণ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পাঠদান মনিটরিং সহ শিক্ষার্থীদের জন্য ৫ জন শিক্ষক নিয়োজিত রয়েছে। শৃঙ্খল জীবন ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা কারণে প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে হাফেজ ছাত্র বের হয়ে দেশের বিভিন্ন জায়গায় সুনাম অর্জন করছে বলে মাদ্রাসা কতৃপক্ষের কাছ থেকে জানা যায়।