ঢাকা , বুধবার, ২১ মে ২০২৫ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর বদলগাছীতে দেরিতে স্কুলে আসায় শিক্ষককে শোকজ


আপডেট সময় : ২০২৫-০৫-২১ ০০:৩২:৩৫
নওগাঁর বদলগাছীতে দেরিতে স্কুলে আসায় শিক্ষককে শোকজ নওগাঁর বদলগাছীতে দেরিতে স্কুলে আসায় শিক্ষককে শোকজ
 
 
মোঃ সারোয়ার হোসেন অপু জেলা প্রতিনিধি,(নওগাঁ)। নওগাঁর বদলগাছী উপজেলার ১২০ নম্বর পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন সুলতানা সুমিকে দেরিতে স্কুলে উপস্থিত হওয়ার কারণে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে তিনি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে স্কুলে পৌঁছালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারাজুল ইসলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে শোকজ করেন।

 
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাহাড়পুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিতভাবে নির্ধারিত সময়ের পরে স্কুলে আসেন। বিদ্যালয়টিতে বর্তমানে ছয়জন শিক্ষক কর্মরত রয়েছেন, যাদের মধ্যে চারজনই প্রধান শিক্ষকের আত্মীয় বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, এই আত্মীয়তার সুযোগ নিয়ে তারা নিয়মিত স্কুলে দেরিতে উপস্থিত হন।

 
সরকারি বিধি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সকাল ৯টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হওয়া বাধ্যতামূলক হলেও সহকারী শিক্ষক নাসরিন সুলতানা সুমি সকাল ৯টা ৫০ মিনিটে স্কুলে আসেন। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে এলে তারা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন। তিনি দেরিতে আসার বিষয়টি স্বীকার করেন।

 
এ প্রসঙ্গে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানাউল হাবিব জানান, বিষয়টি জানার পর তিনি বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলামকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষককে ওই শিক্ষিকাকে শোকজ করার নির্দেশ দেন।
 


বিষয়টি নিশ্চিত করে উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, “দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখতে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। তাই প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছি, তিনি দেরিতে আসা সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করবেন।
 


প্রধান শিক্ষক তারাজুল ইসলাম জানান, “উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী আমি সহকারী শিক্ষক নাসরিন সুলতানা সুমিকে শোকজ করেছি। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ