ঢাকা , বুধবার, ২১ মে ২০২৫ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ইয়াবা ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সহ গ্রেফতার ৩


আপডেট সময় : ২০২৫-০৫-২১ ০০:১৪:০৫
জগন্নাথপুরে ইয়াবা ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সহ গ্রেফতার ৩ জগন্নাথপুরে ইয়াবা ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সহ গ্রেফতার ৩


জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মাদক মামলায় এজাহারনামীয় ২জন আসামী ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১জন আসামী সহ ৩ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 


বুধবার (১৫ মে) থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা নেতৃত্বে এসআই মো. হামিদুর রহমান সহ একদল পুলিশ জগন্নাথপুর থানা এলাকায় রাত্রীকালীন ডিউটি করাকলীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব ভবানীপুর গ্রামে আসামী মো. ইমরান হক এর বসত বাড়ীর পূর্ব পার্শ্বের ঢালাই রাস্তার উপর কতিপয় লোকজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে।


এই সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ২০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট জব্দ করে পৌর সদরের পূর্ব ভবানীপুর গ্রামের মো. শামসুল হকের ছেলে শহিদুল ইসলাম রাজন (২৩) একই গ্রামের হাজী ফিরোজুল হক গ্রামের মো. ইমরান হক (৩২) গ্রেফতার করেন। উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  রুজু করা হয়। অপর অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী পৌরসদরের হাজী তেরাব আলী জৈন উদ্দিনকে গ্রেফতার করে থানা পুলিশ।


গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমাদের থানা পুলিশের অভিযানে মাদক মামলায় এজাহারনামীয় ২জন আসামী ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১জন আসামী সহ ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ