ঢাকা , বুধবার, ২১ মে ২০২৫ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে পুড়লো চারটি ঘর : ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি


আপডেট সময় : ২০২৫-০৫-২০ ২৩:১০:১০
বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে পুড়লো চারটি ঘর : ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে পুড়লো চারটি ঘর : ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
 

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি। কুমিল্লার বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ঘর পড়ে গেছি। এতে ঘরে থাকা মালামাল, নগদ টাকা সহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


মঙ্গলবার (২০ মে) ভোর রাতে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের আহলে হাদিস মসজিদ সংলগ্ন প্রবাসী স্বপন মিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


স্থানীয় ইউপি সদস্য সেফাউল করিম জানান, ভোর ৪ টার দিকে মালদ্বীপ প্রবাসী স্বপন মিয়ার ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের ঘর গুলিতে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।


খবর পেয়ে বুড়িচং সদর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, এর মধ্যেই একে একে চারটি ঘর পুড়ে যায়।


ইউপি সদস্য শেফাউল করিম আরো জানান, অগ্নিকাণ্ডে মালদ্বীপ প্রবাসী স্বপন মিয়ার দুটি ঘর সম্পূর্ণ পড়ে গেছে, এছাড়া ঘরের মধ্যে থাকা সকল আসবাবপত্র, চাল-ডালসহ পরিধানের কাপড়গুলি পুড়ে যায়। বর্তমানে স্বপন মিয়ার পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছেন।


এদিকে খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যান বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ, কম্বল ও খাদ্য সহায়তা প্রদান করেন।


এছাড়াও তাদের পুনবাসনে সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন।




 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ