কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। পিরোজপুরের কাউখালীতে দিনব্যাপী কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাল্য বিয়েকে না বলি সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা সরকার দেবে ৪০০ টাকা এ স্লোগানে উপজেলার পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শতাধিক কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০মে) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি এর আয়োজনে উপজেলা সদর ইউনিয়নের কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইশতিয়াক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, উপজেলা বি আরডিবি কর্মকর্তা শেখ মনজুর এলাহী, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মারিয়া রহমান, বিআরডিবি ঢাকা দপ্তরের হিসাব রক্ষক সাইফুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, সিনিয়র শিক্ষক মোঃ নুরুল আমিন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মন্জুরুল এলাহী জানান, একজন ছাত্রী ২০০ টাকা সঞ্চয় দিলে, সরকার দিবে ৪০০ টাকা। প্রতিমাসের এক একজন ছাত্রীর একাউন্টে ৬০০ টাকা জমা হবে। উক্ত বিদ্যালয়ের এ পর্যন্ত ১০০ জন ছাত্রী জমা দিয়েছে ৪ লক্ষ ৬৫ হাজার ৬০০ টাকা। এর বিপরীতে সরকার দিয়েছে ৯ লক্ষ ৩১ হাজার ২০০ টাকা। বর্তমানে মোট সঞ্চয়সহ টাকা জমা হয়েছে ১৩ লক্ষ ৯৬ হাজার ৮০০ টাকা।