ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৫-২০ ১৪:০৮:৪৮
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
 

 

নিজস্ব প্রতিবেদক

১৯ মে বিকাল ৩টায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিস সারাহ কুকের সঙ্গে তাঁর বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি মুহতারামা নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন এবং একইসাথে এক বৈঠকে মিলিত হন তারা।

 

অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কার্যক্রম ও কমিউনিটি সম্পৃক্ততা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

 

সাক্ষাৎকালে, ব্রিটিশ হাইকমিশনার নারীর ক্ষমতায়ন এবং তাদের সামাজিক ও রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা করেন। আলোচনায় জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীলাগন তাদের চিন্তা-ভাবনা এবং অভিজ্ঞতা আদানপ্রদান করেন। এটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটিশ হাইকমিশনারের এই উদ্যোগ জামায়াতের নারী নেত্রীদের জন্য একটি নতুন সুযোগ সৃষ্টি করেছে, যা তাদের রাজনৈতিক ও সামাজিক অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

 

জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে এসময় আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন, সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খন্দকার আয়েশা খাতুন, কেন্দ্রীয় পরিষদ সদস্য ডা:হাবিবা চৌধুরী সুইট, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক সালমা সুলতানা। আরোও উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল তাহমিনা ইয়াসমিন ও ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা নিশাত তাসনিম।

 

 

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ