ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ


আপডেট সময় : ২০২৫-০৫-২০ ১৩:২২:৩২
নাইক্ষ্যংছড়িতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ নাইক্ষ্যংছড়িতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

 

হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। 

 
প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির আধুনিক সুবিধা পৌঁছে দিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে সোমবার (১৯ মে) দুপুরে  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ের এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ ল্যাপটপ বিতরণ করা হয়।


এসময় নাইক্ষ্যংছড়ি মডেল স:প্রা: তুফারআলী স:প্রা: ভাল্লুখ্যাইয়া স:প্রা: চাকঢালা স:প্রা: তুলা তুলি স:প্রা:, ফাত্রাঝিরি স:প্রা:, বাইশারী লম্বাবিল স:প্রা:, আলীমিয়া পাড়া স:প্রা:, নারিচবুনিয়া স:প্রা:, নাইক্ষ্যংছড়ি আর্দশ গ্রাম স:প্রা:, ঘুমধুম কচুবুনিয়া স:প্রা:, বড়ইতলী স:প্রা: ও বাইশারী করলিয়ামুরা  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আকতার উদ্দিন।

 
এসময় উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আকতার উদ্দিন বলেন, প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ সরকারের একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য পাঠদান পদ্ধতি আরও সহজ, বর্ণনাধর্মী ও আকর্ষণীয় হবে। একইসাথে শিক্ষকরা প্রশাসনিক কাজেও প্রযুক্তির মাধ্যমে আরও দক্ষতা অর্জন করতে পারবেন। এতে করে প্রাথমিক শিক্ষার মান যেমন উন্নত হবে, তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। 




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ