০১ জন ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার।
০১ জন ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার ।
নিজস্ব প্রতিবেদক : র্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা এলাকা হতে ০১ জন ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার।
"বাংলাদেশ আমার অহংকার"- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, গত ০১/০৯/২০২৪ খিঃ তারিখ সময় অনুমান সন্ধা ০৭:০০ ঘটিকায় আসামী ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর-পূর্বক ধর্ষণ করে।পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে আদিতমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪/২৫, তাং-০৪/০৫/২০২৫ ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০২০) এর ৯ (১) তৎসহ পেনাল কোড ১৮৬০ এর ৫০৬ ধারা।
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর এর একটি আভিযানিক দল কর্তৃক ইং ১৮/০৫/২০২৫ তারিখ: ২৩.৫৫ ঘটিকার সময় আসামী মোঃ চায়নাল হক (৪৫), পিতা-মৃত ইসমাইল হক, সাং-দক্ষিণ বত্রিশ হাজারী, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট’কে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন ইনস্টিটিউট অফ লাইভস্টোক সায়েন্স এর মূল ফটকের সামনের চাপারতল বাজার হতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স