ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
আপডেট সময় :
২০২৫-০৫-১৯ ২৩:২৯:০৫
ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
মোঃ অপু খান চৌধুরী। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুলাল মিয়া নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার (১৯ মে) সকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুলাল মিয়া (৫০) ওই গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল মিয়া সোমবার সকালে বাড়ির পাশে গাছ কাটতে যান। গাছ কাটার সময় গাছের সঙ্গে লেগে থাকা বিদ্যুতের তারের মাধ্যমে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী বলেন, আমার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা দুলাল মিয়া আজ সকালে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।
এ ব্যাপারে এ মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই অমর্ত্য মজুমদার বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে লাশের শোরতহাল রিপোর্ট তৈরি করেছি তবে নিহতর শরীরে কোন দাগ নেই হাতে একটি কারেন্টের শখের দাগ ছিল পারিবারিক অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবং থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স