ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

২ জন পেশাদার ছিনতাইকারির কাছ থেকে সর্বমোট ৪ টি মোবাইল উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৫-১৯ ২৩:২৪:৩৫
২ জন পেশাদার ছিনতাইকারির কাছ থেকে সর্বমোট ৪ টি মোবাইল উদ্ধার। ২ জন পেশাদার ছিনতাইকারির কাছ থেকে সর্বমোট ৪ টি মোবাইল উদ্ধার।
 

 

নিজেস্ব প্রতিবেদক

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে র‍্যাব-১ এর টহল এর সহায়তায় ২ জন পেশাদার ছিনতাইকারির কাছ থেকে সর্বমোট ৪ টি মোবাইল উদ্ধার। বর্তমানে একটি অসাধু চক্র টঙ্গী, উত্তরা হাইজবিল্ডিং, আব্দুল্লাহপুর ইত্যাদি এলাকা বিভিন্ন কর্মজীবি মানুষের কাছ থেকে সুকৌশলে মোবাইল, মানিব্যাগ ইত্যাদি ছিনিতাই করছে। ঠিক এমনই একজন ভুক্তভোগী র‍্যাব-১ এর হাউজবিল্ডিং এ অবস্থিত টহলের স্মরণাপন্ন হন। ভুক্তভোগী জানান যে তার মোবাইল এর লোকেশন অন এবং এই সতর্কতা অবলম্বনের কারণে তার মোবাইলটি উত্তরা আইচি হাসপাতালের পিছনে দেখাচ্ছে।

 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-১ এর টহল উক্ত স্থানে গমণ করেন। ভুক্তভোগী তৎক্ষনাৎ ছিনতাইকারীদের চিহ্নিত করেন। টহল সদস্যরা চিহ্নিত ব্যাক্তিদেরকে সুকৌশলে আটক করেন। পরবর্তীতে তাদেরকে তল্লাশী করে ভুক্তভোগীর মোবাইলসহ সর্বমোট ৪ টি সেট উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃত সদস্যরা তাদের অপরাধের ব্যাপারে স্বীকারোক্তি দেন। তারা আরো জানান যে এসব মোবাইল বিভিন্ন অনলাইন পেজ এবং ফেসবুক মার্কেটপ্লেসে তারা কম দামে বিক্রি করেন।

 

অপরাধীদের উত্তরা পূর্ব থানা উদ্ধারকৃত মোবাইলসহ হস্তান্তর করা হয়েছে। হাতেনাতে ধরা মোবাইলটি গ্রাহককে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

 

ভুক্তভোগীকে হস্তান্তর করা মোবাইল:

Samsung S 22 Ultra

আসামী ও উদ্ধারকৃত মোবাইল:

আসামী মোহাম্মদ শিমুল (৩০)
মোহাম্মদ হাসানুজ্জামান (৩১)

উদ্ধার ৩ টি এন্ড্রয়েড সেট(একটি One Plus) এবং ১ টি আইফোন

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ