ভালুকায় যৌতুকের দাবিতে গৃহবধুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ
আপডেট সময় :
২০২৫-০৫-১৯ ১৬:৩৫:২১
ভালুকায় যৌতুকের দাবিতে গৃহবধুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় যৌতুকের দাবীতে গৃহবধুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ তমা আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকার রাজৈ ইউনিয়নের পাইলাব এলাকার স্থানীয় কাজিম উদ্দিনের পুত্র মোঃ নজরুল ইসলাম (৩৫) এর সাথে তমা আক্তারের ৮/৯ বছর পূর্বে বিবাহ হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দিলে তমার পিতা ২ লক্ষ ৫০ হাজার টাকার আসবাবপত্র দেয়।
বিয়ের ২ বছর পর থেকেই নজরুল ইসলাম আবারও ৫ লক্ষ টাকা যৌতুকের দাবী করে শারীরিক ও মানসিক নির্যাতন চালালে তমার পিতা ৩ লক্ষ টাকা যৌতুক প্রদান করে। একপর্যায়ে নজরুল বিদেশ চলে গিয়ে মোবাইল ফোনের মাধ্যমে ১০ লক্ষ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকে। পরে নজরুল দেশে ফিরে যৌতুকের দাবীতে তমার উপর এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে অমানবিক নির্যাতন শুরু করে।
এক পর্যায়ে নজরুল তমাকে হত্যার উদ্দেশ্যে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করলে তমা কোনমতে নিজেকে প্রানে রক্ষা করে। পরে নজরুল বাঁশের লাঠি দিয়ে তমার শরীরের স্পর্শকাতর স্থানে পিটিয়ে রক্তাক্ত ও বেদনা দায়ক জখম করে। এক পর্যায়ে নজরুল তার স্ত্রীকে দা দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপ দিলে কপালের বাম পাশে লেগে কাটা রক্তাক্ত জখম করে বিনা চিকিৎসায় ঘরে আটকে রেখে পরের দিন সকালে নজরুল তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিলে আহত অবস্থায় তার পরিবার তাকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ ঘটনায় ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স