ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ডক্টর শফিকুল ইসলাম মাসুদের খাল খননে কৃষকের মুখে হাসি


আপডেট সময় : ২০২৫-০৫-১৯ ০০:৫৯:০৯
ডক্টর শফিকুল ইসলাম মাসুদের খাল খননে কৃষকের মুখে হাসি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের খাল খননে কৃষকের মুখে হাসি



বাউফল উপজেলা প্রতিনিধি: 
বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। কৃষকদের ধারণ করেন তিনি। মিশে যান মাটির মতো। পানির অভাবে কৃষকরা মাঠে চাষাবাদ করতে পারছেন না। দুশ্চিন্তায় দিনপাড় করতেছেন তারা। হঠাৎ একদিন এমন খবর এলো পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ পশ্চিম রাজাপুর থেকে। সাথে সাথে খাল খননের উদ্যোগ নিলেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।


বাউফল উপজেলাজুড়ে হাজারো জনকল্যাণমুখী কাজের অংশ হিসেবে চালতাবাড়ী ক্ষুদ্র খাল (হোতা খাল) খননের কাজ যথাযথভাবে শেষ হয়েছে। যে খাল ছিল অস্তিত্বহীন। ছিলো না বিন্দুমাত্র পানি। আর আজ সেই খালে প্রবহমান হয়ে চলছে পানির স্রোতধারা। আর এই খুশিতে কৃষকরা যেন আত্মহারা। ফসল ফলানোর স্বপ্ন বুনছেন তারা। 


কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা যায়, রাজাপুরের এই বিলে পানির অভাবে এক প্রকারের ফসলাদির আশা ছেড়েই দিয়েছিলেন তারা। অধীর আগ্রহে তাকিয়ে থাকতে হতো প্রাকৃতিক পানি তথা বৃষ্টির দিকে। কিন্তু আজ আর তাদের পানির জন্য অপেক্ষা করতে হয় না। ড. মাসুদের প্রচেষ্টায় তারা জমিতে পানি দিতে পেরে বেজায় খুশি। 


আবেগ্লাপুত হয়ে একজন কৃষক বলেন, আসলে আমাদের কথা সব নেতারা রাজনৈতিক বক্তব্যে মুখে মুখে বলেন। কিন্তু বাস্তবে কেউ কৃষকদের দু:খ কষ্টে এগিয়ে আসেন না। এই হোতা খালে পানি নেই কতটা বছর হতে চললো। কেউ আমাদের পানির অভাবে কর্ণপাত করেনি।


একমাত্র ড. মাসুদ সাহেব এগিয়ে এসেছেন। আমরা এতে আনন্দিত। বাউফলের সচেতন মহল বলেছেন, কৃষকদের খুব বেশি রাজনৈতিক নেতাদের কাছে চাওয়ার কিছু নেই। কৃষকরা কৃষি সংক্রান্ত সুবিধাই বেশি প্রধান্য দেয়। ট্রাক্টর, বিভিন্ন প্রকারের বিজ, সার, পানি, ছাতি ইত্যাদি তাদের চাহিদা থাকে। কৃষকদের চাওয়ার দিকে গুরুত্ব দিয়ে ড. মাসুদ কৃষকবান্ধব হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছেন। 



উল্লেখ্য, বাউফলের কৃষকদের বিভিন্ন সময়ে কৃষি উপকরণ বিতরণ করেছেন ড. শফিকুল ইসলাম মাসুদ। সম্প্রতি প্রখর রোদের মধ্যে কৃষি মাঠে নেমে শতাধিক কৃষককে ছাতি উপহার দিয়ে ভাইরাল হয়েছেন তিনি। এছাড়া কৃষকদের বিপদে আপদে অগ্রাধিকার ভিত্তিতে সেবা করে যাচ্ছেন তিনি। তিনি কথায় নয়, কৃষকবান্ধব হয়েছেন কাজে।









 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ