ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলের কালিহাতীতে খামারের কর্মচারীকে জবাই করে হত্যা


আপডেট সময় : ২০২৫-০৫-১৯ ০০:২২:০৩
টাঙ্গাইলের কালিহাতীতে খামারের কর্মচারীকে জবাই করে হত্যা টাঙ্গাইলের কালিহাতীতে খামারের কর্মচারীকে জবাই করে হত্যা


মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে লেয়ার মুরগির খামারের এক কর্মচারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আখতারুল হক ওরফে আখতার হোসেন (৪৫) দিনাজপুর জেলার চিরিরবন্দর এলাকার নুর ইসলামের ছেলে।


রবিবার (১৮ মে) দুপুরে উপজেলার বল্লা রামপুর সড়কের পাশে বলদকুড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।


স্থানীয়দের ধারণা গত শুক্রবার বা শনিবার রাতের কোনো সময় খামারে চুরি করতে আসা দুর্বৃত্তরা তাকে জবাই করে ওই খামারের পিছনে ড্রেনের মধ্যে ফেলে রেখে যায়। রবিবার সকালে মরদেহ দেখতে পেয়ে খামারের মালিককে জানায়। পরে মালিক ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।


খামারের মালিক মোরশেদ আলম বলেন, প্রায় ১০ মাস আগে এক লোকের মাধ্যমে তার খামারে কাজ নেন আখতারুল হক। তিনি একাই ওই কাজ করতেন। রবিবার সকালে খবর পান তার খামারের পিছনে মরদেহ পড়ে আছে। এসে দেখেন তার কর্মচারী। পরে পুলিশকে জানানো হয়।


এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ