ঢাকা , সোমবার, ১৯ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ধানের ক্ষেতের আইল দিয়ে প্রতিদিনই স্কুল-মাদ্রাসায় যেতে হয় শিক্ষার্থীদের


আপডেট সময় : ২০২৫-০৫-১৮ ২৩:৫৩:৫২
ধানের ক্ষেতের আইল দিয়ে প্রতিদিনই স্কুল-মাদ্রাসায় যেতে হয় শিক্ষার্থীদের ধানের ক্ষেতের আইল দিয়ে প্রতিদিনই স্কুল-মাদ্রাসায় যেতে হয় শিক্ষার্থীদের
 
 
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া থেকে উপজেলার শ্রীদাসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামাবাদ সাইদিয়া দারুল উলুম মাদ্রাসা, অথবা রহমত আলীর বাড়ি পর্যন্ত নতুন একটি রাস্তা না থাকায় জমির আইল দিয়ে কাদা পানি মাড়িয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করছেন শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী।


উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া, ডাঙ্গারপাড়া, নিজাম গাতি ও শ্রীদাসগাতী গ্রামের বেশ কয়েকজন পথচারীর সাথে কথা হলে তারা জানান, মাত্র দেড় কিলোমিটার রাস্তা না থাকায় ফসলের জমির আইল দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করতে হচ্ছে আমাদের। অন্যান্য সময় কোনমতে হেটে যাতায়াত করা গেলেও বর্ষাকালে দুর্ভোগের শেষ থাকেনা। অপরদিকে গ্রামপাঙ্গাসী থেকে নিজামগাতি একটি রাস্তা থাকলেও পাকা না হওয়াই যাতায়াত করা যায় না। কোন যানবাহনোও চলে না। ফলে এই গ্রামপাঙ্গাসী গ্রামের স্হানীয় বাসিন্দাদের ইচ্ছে থাকা সত্বেও নিকটতম শ্রীদাসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের ছেলে-মেয়েদের ভর্তি করানো সম্ভব হচ্ছে না।


তাছাড়া এই বিদ্যালয়ের পাশেই রয়েছে, একটি বিরাট মাদ্রাসা, একটি ঈদগা মাঠ, একটি কবরস্থান ও একটি মসজিদ। এখানে বাৎসরিকভাবে তিন দিনব্যাপী সিরাতুন্নবী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যেখানে শত শত মুসল্লীগণ অংশগ্রহণ করে থাকেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া থেকে শ্রীদাসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত একটি রাস্তা না থাকায় সারা বছর জমির আইল দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করছেন চার গ্রামের হাজারো মানুষ।



এদিকে উপজেলার শ্রীদাসগাতী গ্রামের মোঃ রহমত প্রামাণিক, ডাঙ্গারপাড়া গ্রামের মোঃ আফজাল প্রামাণিক জানান, নিজামগাতি থেকে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত সড়কটি পাকা না হওয়ায় এবং শ্রীদাসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া পর্যন্ত সোজা কোনো রাস্তা না থাকায় ফসলি জমির আইল দিয়ে সারা বছর কাদা পানি মাড়িয়ে অনেক কস্ট করেই যাতায়াত করছেন শিখ্যার্থী সহ এলাকাবাসী। এমতাবস্হায় উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁদপাড়া থেকে শ্রীদাসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নতুন একটি সোজা রাস্তা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃস্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ