কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। দীর্ঘ ৯বছর পর ১৮মে রবিবার কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় ৯ শতাধিক কাউন্সিলর নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপি'র সভাপতি মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে সম্মেলনের শুভ উদ্বোধন করেন, কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক এস,এম আহসান কবির।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, কাউখালী উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ,এম দ্বীন মোহাম্মদ, জেলা বিএনপি'র সদস্য মির্জা জহরুল হক, ছরোয়ার হোসেন, মোঃ এনামুল হক, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহ-ইমরান ফারুক, শাফিউল আজম দুলাল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক, ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক শাহ আলম সেপাই, মোঃ হুমায়ূন কবির, মোহাম্মদ লোকমান হোসেন প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে ৮ টি ওয়ার্ডে মতামতের ভিত্তিতে ও ১টি ওয়ার্ডে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে ওয়ার্ড কমিটির নেতৃত্ব নির্বাচন করা হয়। ইতিমধ্যে এ সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে উৎসবের আমেজ তৈরি হয়েছে।
সোমবার ১৯ মে বিকাল ৩ টায় আমরাজুড়ী হাইস্কুল মাঠে আমরাজুড়ী ইউনিয়ন, ২০মে ছালেকিয়া মাদ্রাসা মাঠে সকাল দশটায় চিড়াপাড়া পারশাাতুড়িয়া ইউনিয়ন, ২১মে শিষ্যা আছিয়া খাতুন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল দশটায় সয়না রঘুনাথপুর ইউনিয়ন, ২২মে কাউখালী ইকোপার্কে সকাল দশটায় কাউখালী সদর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হবে।