ঢাকা , রবিবার, ১৮ মে ২০২৫ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নগরীর গুড়িপাড়ায় হেরোইন-সহ মাদক কারবকারী বুলবুল গ্রেফতার পালিয়েছে ডলি বেগম


আপডেট সময় : ২০২৫-০৫-১৮ ০০:৫৯:৫৭
নগরীর গুড়িপাড়ায় হেরোইন-সহ মাদক কারবকারী বুলবুল গ্রেফতার পালিয়েছে ডলি বেগম নগরীর গুড়িপাড়ায় হেরোইন-সহ মাদক কারবকারী বুলবুল গ্রেফতার পালিয়েছে ডলি বেগম



মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে পৃথক দুটি অভিযানে ২২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকা-সহ মোঃ বুলবুল হোসেন (২৫), নামের এক মাদক কারবারীকে করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৭ মে) সকালে নগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার মাদক কারবারী মোঃ বুলবুল হোসেন, সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মোঃ জয়নাল আবেদীনের ছেলে। শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।



তিনি জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে হেরোইন বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে সকাল পৌনে ৯ টায় বর্ণীত বাড়িতে অভিযান চালিয়ে অভিযান চালিয়ে বুলবুলকে গ্রেফতার পুলিশ।



এ সময়, তার কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার হয়। একই সময় যৌথ বাহিনী নারী মাদক কারবারী মোঃ ডলি বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের ১ লাখ ৩৮ হাজার ৯০ টাকা নগদ উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি ডলি বেগম পালিয়ে যায়।



তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যপারে গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার মাদক কারবারী বুলবুলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।









 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ