বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিফতাহ্ সিদ্দিকীর শুভেচ্ছা
বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিফতাহ্ সিদ্দিকীর শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নবনির্বাচিত সভাপতি নাজমুল কবীর পাভেল ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বীসহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
এক অভিনন্দন বার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, সৃজনশীলতা, পেশাদারিত্ব ও নৈতিকতা রক্ষায় বিপিজেএ বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে এ সংগঠন আরও এগিয়ে যাবে এবং সিলেট অঞ্চলের ফটোসাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাদের মেধা, সততা ও নেতৃত্বগুণ সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
তিনি আরও বলেন, নতুন কমিটি সদস্যদের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় সমসাময়িক প্রশিক্ষণ, নেটওয়ার্ক গঠন ও নীতিগত সহায়তা নিশ্চিত করবে, যা ফটোসাংবাদিকতার মানোন্নয়ন ও গণমাধ্যমের গতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স