কাউখালীতে দীর্ঘ ৯ বছর পর উপজেলা বিএনপির ওয়ার্ড সম্মেলন, উৎসবের আমেজ
আপডেট সময় :
২০২৫-০৫-১৭ ২৩:৫৩:৪৪
কাউখালীতে দীর্ঘ ৯ বছর পর উপজেলা বিএনপির ওয়ার্ড সম্মেলন, উৎসবের আমেজ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। পিরোজপুরের কাউখালীতে দীর্ঘ ৯ বছর পর ১৮মে রবিবার থেকে টানা ২২ মে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এ সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার এক একটি ইউনিয়নের নয়টি ওয়ার্ডে উৎসবের আমেজ তৈরি হয়েছে।
নেতৃবৃন্দ জানান, ফ্যাসিস আওয়ামী সরকারের দমন নিপীড়নের কারণে প্রকাশ্যে সভা-সমাবেশ সম্মেলন না করতে পারায় দীর্ঘদিন ঝিমিয়ে থাকা তৃণমূল নেতা-কর্মী, সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে ইতিমধ্যে পিরোজপুর জেলায় কাউখালীতে দলীয় সদস্য ফরম বিতরণ যাচাই-বাছাই শেষে কাউন্সিলারদের তালিকা তৈরি করা হয়েছে।
পিরোজপুর জেলায় সম্মেলন প্রস্তুত কমিটির দায়িত্বপ্রাপ্ত বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনুকুল ইসলাম টিপু গত দু মাস ধরে এসব কার্যক্রম জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সমন্বয়ে সম্পন্ন করেছেন। পিরোজপুর জেলার ভিতরে সর্বপ্রথম কাউখালী উপজেলায় বিএনপি'র সম্মেলনের সকল কার্যক্রম সম্পন্ন হওয়ায়। ১৮ মে রবিবার থেকে ২২ মে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলের মাধ্যমে সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৮ মে সকাল দশটায় উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতী মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হবে।
এরপরে, ১৯ মে বিকাল ৩ টায় আমরাজুড়ী হাইস্কুল মাঠে আমরাজুড়ী ইউনিয়ন, ২০ মে ছালেকিয়া মাদ্রাসা মাঠে সকাল দশটায় চিড়াপাড়া পারশাাতুড়িয়া ইউনিয়ন, ২১ শিষ্যা আছিয়া খাতুন মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল দশটায় সয়না রঘুনাথপুর ইউনিয়ন, ২২মে কাউখালী ইকোপার্কে সকাল দশটায় কাউখালী সদর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হবে। উপজেলার এ সকল অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনুকুল ইসলাম টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সিনিয়ার যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা সহ কাউখালী উপজেলা বিএনপি’র আহবায়ক এস, এম আহসান কবির, সদস্য সচিব এইচ,এম দ্বীন মোহাম্মদ। প্রতিটি ইউনিয়নের সম্মেলনে সভাপতিত্ব করবেন উক্ত ইউনিয়নের সভাপতি ও সঞ্চালনায় থাকবেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করবেন জেলা বিএনপি'র সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, মির্জা জহিরুল হক, ছরোয়ার হোসেন ও শেখ হাসানুল কবির লিনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
পিরোজপুর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তৃণমূল পর্যায় থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল কমিটি গঠন করা হবে একারনে সম্মেলনের দ্বিতীয় পর্বে গোপন ভোটের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছতার সাথে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হবে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তৃণমূলের দলীয় ১০১ কাউন্সিলর তারা ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন।
কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক এস,এম আহসান কবির বলেন, পিরোজপুর জেলার ভিতরে কাউখালী উপজেলা বিএনপি একটি সুসংগঠিত সংগঠন যে কারণে দলীয় সকল কার্যক্রম অন্য উপজেলার আগে সম্পন্ন হওয়ায় আমাদের এখানে সর্বপ্রথম ওয়ার্ড সম্মেলন হচ্ছে সম্মেলনকে ঘিরে ইতিমধ্যে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আমাদের এখানে তৃণমূলের নেতাকর্মীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিল সম্পন্ন করা হবে।
উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ,এম দ্বীন মোহাম্মদ বলেন, সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে ভোটার তালিকা চূড়ান্ত, ডেলিগেট কার্ড, পাঁচটি ইউনিয়নের সম্মেলনের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। ২০১৬ সালের পরে তৃণমূল বিএনপি'র নেতাও কর্মীরা দীর্ঘ নয় বছর পরে তাদের এই ওয়ার্ড সম্মেলন ঘিরে কাউন্সিলরদের দ্বারে দ্বারে গিয়ে সম্মেলন সফল করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স