ঢাকা , রবিবার, ১৮ মে ২০২৫ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ১ কেজি গাজা উদ্ধার


আপডেট সময় : ২০২৫-০৫-১৭ ২৩:৩৫:৪৪
রাজশাহীতে ১ কেজি গাজা উদ্ধার রাজশাহীতে ১ কেজি গাজা উদ্ধার
 
 
মো: গোলাম কিবরিয়া রাজশাহীর প্রতিনিধি।
 
 
রাজশাহীতে এককেজি গাজা উদ্ধার হয়েছে। রাজশাহীর মোহনপুর উপজেলায় অটো রিকশার চালকের সিটের নিচ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (১৬ মে) র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করে।
 
 
গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা এলাকার সেলিম (২৩) এবং চন্দ্রিমা থানার হাজরা পুকুর এলাকার শুকুর আলী (৩২)।
 
 
শনিবার (১৭ মে) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মোহনপুর বাজার এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী অটো রিকশায় করে গাঁজা পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত। এরপর অভিযান চালিয়ে দুইজনকে অটোসহ গ্রেপ্তার করা হয়।
 
 
অভিযানকালে অটো রিকশার চালকের সিটের নিচ থেকে এক কেজি গাঁজা এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
 
 
র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ