ঢাকা , রবিবার, ১৮ মে ২০২৫ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

দিনমজুর মাহাবুব হত্যা মামলার আসামী সেকান্দার র‌্যাব কর্তৃক গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৫-১৭ ২২:৩৮:৩৫
দিনমজুর মাহাবুব হত্যা মামলার আসামী সেকান্দার র‌্যাব কর্তৃক গ্রেফতার। দিনমজুর মাহাবুব হত্যা মামলার আসামী সেকান্দার র‌্যাব কর্তৃক গ্রেফতার।




নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর কদমতলীতে দিনমজুর মাহাবুব হত্যা মামলার আসামী সেকান্দার (৩৪) যাত্রাবাড়ী হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।


গত ৩১/০৮/২০২৪ তারিখ রাত অনুমান ০১:০০ ঘটিকার সময় ভিকটিম দিনমজুর মো: মাহাবুব (২৫) রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুর হাই স্কুল রোডস্থ আসামী মো: সেকান্দার (৩৪) এর বাসায় গেলে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে ভিকটিমকে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।


এরপর আসামীগণ ভিকটিমের লাশ গুম করার জন্য রাজধানীর কদমতলী থানাধীন পাটেরবাগ এলাকায় ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম মাহাবুবের পরিবার গত ৩১/০৮/২০২৪ তারিখ সকাল অনুমান ০৮:০৫ ঘটিকার সময় খবর পেয়ে উক্ত স্থানে পৌছে ভিকটিম মাহাবুবের রক্তাক্ত গলাকাটা লাশ দেখতে পায়। পরবর্তীতে ডিসিস্ট মাহাবুবের ভাই মোঃ ফজর আলী (৪৭) রাজধানীর কদমতলী থানায় এজাহার দায়ের করলে মামলা নং- ০১, তারিখ- ০১/০৯/২০২৪ খ্রি., ধারা- ৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।



এরই ধারাবাহিকতায় অদ্য ১৭/০৫/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৩:১০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা দিনমজুর মাহাবুব হত্যা মামলার এজাহারনামীয় আসামী মো: সেকান্দার (৩৪), পিতা- মোঃ ইউসুফ আলী, সাং- জুরাইন মুরাদপুর, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ