ঢাকা , রবিবার, ১৮ মে ২০২৫ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জ কারাগার থেকে রিমান্ডের থানায় নিয়ে যাওয়া আসামি অসুস্থ


আপডেট সময় : ২০২৫-০৫-১৭ ২০:৫৮:৪০
হবিগঞ্জ কারাগার থেকে রিমান্ডের থানায় নিয়ে যাওয়া আসামি অসুস্থ হবিগঞ্জ কারাগার থেকে রিমান্ডের থানায় নিয়ে যাওয়া আসামি অসুস্থ
 
 
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলা কারাগার থেকে লাখাই থানায় নিয়ে যাওয়ার পর ছিনতাইয়ের মামলায় জয়নাল মিয়া (৫৫) নামের এক আসামি অসুস্থ হয়ে পড়েছেন। সে লাখাই উপজেলার দক্ষিণ করাব গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র। লাখাই থানার মামলা নং-০২, তাং-০৬/০৫/২৫ইং সে গ্রেফতার হয়ে জেলা কারাগারে যায়। এরপর তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ডের আবেদন করলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে লাখাই থানা পুলিশ তাকে জেলা কারাগার থেকে।

 
থানায় নিয়ে যায় সেখানে যাবার পর সে অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বন্দিদের অভিযোগ সব জায়গায় সব অফিসে বৈষম্য বিরোধী আন্দোলনের ছোঁয়া লাগলেও হবিগঞ্জ কারাগারে লাগেনি, সেখানে দেয়া হচ্ছে নিম্নমানের খাবার এসব খাবার খেয়ে বন্দিরা প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। যে সব খাবার দেয়া হয় সেগুলো একেবারেই নিম্নমানের। যাদের পয়সা আছে তারা কারাগারের ক্যান্টিন থেকে ক্রয় করে খাবার খান।

 
অন্যরা জেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা। করছেন বন্দিরা লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়া জানান, কারাগার থেকে আনার পর সে অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে বর্তমানে সে সুস্থ আছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ