দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ কর্মশালা
আপডেট সময় :
২০২৫-০৫-১৭ ২০:২৫:৩২
দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ কর্মশালা
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ময়মনসিংহ জেলা সমবায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালাতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় উপনিবন্ধক ফারহানা আফরোজ উর্মি, সহকারী নিবন্ধক জাকীয়া সুলতানা, জেলা সমবায় কার্যালয়ের উপ সহকারী নিবন্ধক মোহাম্মদ আব্দুল গফুর, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জলি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিম।
প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক ফাতেমা খাতুন, সহকারী প্রশিক্ষক সাঈদা খাতুন ও জেলা তাঁত তত্ত্বাবধায়ক মোঃ শহীদ মিঞা।
প্রশিক্ষণে ১৩টি সমবায় সমিতির ২৫ জন সদস্য অংশ নেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স