ঢাকা , রবিবার, ১৮ মে ২০২৫ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে জামায়াতের শিক্ষাশিবির

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৫-১৭ ২০:২০:৪০
ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে জামায়াতের শিক্ষাশিবির ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে জামায়াতের শিক্ষাশিবির
 

 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে জেলার ১০০টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার (১৭ মে) সকাল ৮টা ৩০ মিনিটে ভাদুঘর আল-হেরা কমপ্লেক্স অডিটোরিয়ামে জেলা আমির মাওলানা মুহাম্মদ মোবারক হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।

 

এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা- নোয়াখালী অঞ্চলের টিম সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আতাউর রহমান সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আব্দুল বাতেন, জননেতা দেওয়ান নকিবুল হুদা ও অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী সোনার বাংলাদেশ গড়তে আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে।স্বৈরাচার যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকা প্রয়োজন। জামায়াত কর্মীদেরকে ধৈর্য্য, সহনশীলতা ও বুদ্ধিমত্তার সাথে সকল প্রচার অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।

 

তিনি বলেন, আমরা একটা কল্যাণমূলক সমাজ চাই। যে সমাজ পরিচালিত হবে যোগ্যতা, সততা ও দক্ষতার সমন্বয়ে আল্লাহ ভিরু মানুষ দ্বারা।তিনি জামায়াতের প্রতিটি কর্মীকে বাংলাদেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে নিরলস পরিশ্রম করা এবং সমাজকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ