অপহরণ মামলার আসামী ওয়াহেদ র্যাব কর্তৃক গ্রেফতার এবং ভিকটিম সঞ্জয় উদ্ধার।
অপহরণ মামলার আসামী ওয়াহেদ র্যাব কর্তৃক গ্রেফতার এবং ভিকটিম সঞ্জয় উদ্ধার।
নিজস্ব প্রতিবেদক : অপহরণ মামলার আসামী ওয়াহেদ (৪৫) পাবনার সুজানগর হতে র্যাব কর্তৃক গ্রেফতার এবং ভিকটিম সঞ্জয় উদ্ধার।
গত ১৩/০৫/২০২৫ সন্ধ্যা অনুমান ১৯.০০ ঘটিকায় ফরিদপুরের মোটরসাইকেল পার্টস ব্যবসায়ী ভিকটিম সঞ্জয় কুমার পাল (৩৮) ব্যবসায়িক কাজে পাবনা জেলার সুজানগর থানাধীন ভেশুর মোড় নামক স্থানে পৌছালে আসামী মো: ওয়াহেদ মোল্লা (৪৫)’সহ অপরাপর আসামীগণ ভিকটিমকে অপহরণ করে হায়াস মাইক্রোবাসে বেনাপোল নিয়ে যায় এবং ১৫,৫০,০০০/- (পনেরো লক্ষ পঞ্চাশ হাজার) টাকা দাবি করে।
ভিকটিম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আসামী ওয়াহেদ মোল্লা'র বাড়িতে নিয়ে গিয়ে লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন। ভিকটিমের স্ত্রী লিপি রানী পাল (৩৩) তার স্বামীর কোনো খোঁজখবর না পেয়ে বোয়ালমারী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
ফরিদপুর জেলার বোয়ালমারী থানার জিডি নং- ৫৯০, তারিখ- ১৩/০৫/২০২৫ খ্রি. মূলে নিখোঁজ ভিকটিম সঞ্জয় কুমার পাল'কে উদ্ধারের নিমিত্তে গতকাল ১৫/০৫/২০২৫ তারিখ সময় অনুমান ১৯:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১২ এর সহযোগীতায় ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী
মো: ওয়াহেদ মোল্লা (৪৫)' কে পাবনা জেলার সুজানগর থানাধীন জোড়পুকুরিয়া মাঝপাড়া এলাকা হতে গ্রেফতার করে। পরবর্তীতে ভিকটিম সঞ্জয় কুমার পাল এর অভিযোগের প্রেক্ষিতে পাবনা জেলার সুজানগর থানার মামলা নং- ১২, তারিখ- ১৬/০৫/২০২৫ খ্রি., ধারা- ৩৬৫/৩৪৩/৩৮৫ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়।
আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স