নগরীতে আ’লীগ কর্মী-সহ গ্রেফতার -১২
আপডেট সময় :
২০২৫-০৫-১৬ ০০:৩৭:০১
নগরীতে আ’লীগ কর্মী-সহ গ্রেফতার -১২
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে আ’লীগ কর্মী- সহ ১২জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আওয়ামীলীগ কর্মীরা হলেন, মোঃ রাসেল আলী, সে রাজশাহীর গোদাগাড়ী থানার পরমান্দপুর গ্রামের মোঃ উজ্জ্বল হোসেনের ছেলে, মোঃ নুর হাসান ওরফে বাবু বিহারী (৪২), সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হেতেম খাঁ কারিগর পাড়ার মোঃ গোলাম মোস্তফার ছেলে, অমিত হাসান ওরফে অনিক (২৭), সে একই এলাকার মোঃ শরিফুল ইসলাম ডালিমের ছেলে ও মোঃ ফয়সাল কবীর (৩২), সে রাজপাড়া থানার বহরমপুর এলাকার মৃত একরাম হোসেনের ছেলে। বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাÐ ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও নগর পুলিশের অভিযানে ৮জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৪ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ২ জন রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স