অ্যালামনাই এসোসিয়েশনের উদ্দ্যোগে চাউলাকাঠি মাদ্রাসায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
আপডেট সময় :
২০২৫-০৫-১৫ ২০:৪১:৩৪
অ্যালামনাই এসোসিয়েশনের উদ্দ্যোগে চাউলাকাঠি মাদ্রাসায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ঃ বানারীপাড়ার চাউলাকাঠি ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসায় এলামনাই এসোসিয়েশনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী ও ক্রেস্ট তুলে দিয়ে তাদের সাফল্যকে স্বীকৃতি জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলামনাই এসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ ইসহাক খান। তিনি তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্যে বলেন, “বর্তমান প্রজন্মকে মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে থেকে আত্মনির্ভরশীল ও লক্ষ্যভিত্তিক জীবন গঠন করতে হবে।” তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সুদৃঢ় পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, এলামনাই এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাংবাদিক সাইদুল ইসলাম, সৈয়দ ইসমাইল হোসেন এবং মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াসিন। বক্তারা শিক্ষার গুরুত্ব, নৈতিক মূল্যবোধ এবং সমাজে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোঃ বাবুল আখতার।
এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকেরা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স