ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
চিকিৎসার নামে হত্যাকান্ড দাবি করে, ময়মনসিংহের ত্রিশালে চিকিৎসকের অবহেলায় শিশু শিক্ষার্থী তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রার মৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন করেছে সহপাঠীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
গত ১০ মে শনিবার ময়মনসিংহ শহরের এপেক্স হসপিটালে টনসিলের অপারেশন করাতে গিয়ে চিকিৎসকের অসতর্কতায় শ্বাসনালি কেটে উপজেলার বীররামপুর গফাঁকুড়ি মোড় এলাকার ব্যবসায়ী মো. গোলাপ মিয়ার ১২ বছর বয়সি মেয়ে তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রার মৃত্যু হয়। ওই শিশু শিক্ষার্থী ত্রিশাল পৌর শহরের রাহেলা-হযরত মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
চিকিৎসকের অবহেলায় এই মৃত্যু মেনে নিতে পারছে কেউ-ই। চিকিৎসার নামে হত্যাকান্ড দাবি করে, চিকিৎসকের বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর নজরুল অডিটরিয়ামের সামনে মানববন্ধন করেন তার সহপাঠীরা ছাড়াও সরকারি নজরুল একাডেমী, রাহেলা-হযরত মডেল স্কুল, শুকতারা বিদ্যানিকেতন, আলী আকবর ভুইয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক কামিনী কুমার ত্রিপুরার বিচার দাবিসহ ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকার এপেক্স হাসপাতালটিও বন্ধ করে দিতে প্রশাসনের প্রতি জোর আহবান জানান।