ঢাকা , বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ , ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

খেলার সময় বৃষ্টি এলো


আপডেট সময় : ২০২৫-০৫-১৫ ১৮:১৯:২১
খেলার সময় বৃষ্টি এলো খেলার সময় বৃষ্টি এলো

সাহিত্য ডেস্ক: গাজী আরিফ মান্নান ফেনী জেলার তরুণ শিশুসাহিত্যিক। প্রায় সকল জাতীয় দৈনিকের সাহিত্য ও শিশু-কিশোর পাতায় যার লেখা পাঠকের নজর এড়ায়না। শিশুসাহিত্য ও কিশোর উপযোগী গল্প-ছড়া-কবিতা রচনায় ব্যপক পাঠকপ্রিয়তা অর্জন তাঁকে অনন্য উচ্চতায় আসীন করেছে। দেশের প্রথম সারির জাতীয় দৈনিকের সম্পাদকীয় পাতায়ও উপসম্পাদকীয়-কলাম আরো দৃঢ় করেছে লেখনী সত্ত্বাকে।

 
পেশায় তিনি স্কুল শিক্ষক। শিক্ষকতার ব্যস্ত পাঠ, মৌলিক সাহিত্য রচনার দুর্বোধ্যতা, সাহিত্য অঙ্গনের সাংগঠনিক কর্মতৎপরতার মধ্যে দিয়ে নিজেকে স্বকীয়  অবস্থানে আরো সুদৃঢ় করেছে। যিনি নিজ নামে সমধিক পরিচিত। তাঁর রচিত প্রতিটি গল্পই অদ্ভুতরকমের রোমাঞ্চকর, ভরপুর আমোদপূর্ণ ও পাঠ্যক্রমের সাথে সঙ্গতিপূর্ণ হওয়ায় শিক্ষণীয়ও বটে। বিশেষ করে শিশু-কিশোর উপযোগী হওয়ায় যেকোন বয়সী পাঠক নিজেকে খুঁজে পাবেন সেইসব চরিত্রে। আর এইসব গল্পে চিরচেনা শৈশবের দুরন্তপনায় মেতে ওঠা, কৈশোরের এডভেঞ্চার এবং যৌবনকে স্বাগত জানিয়েও অতীতে মেতে থাকার আনন্দ ও উত্তেজনা প্রতি পাতায় পাতায় উপভোগ্য করে তুলবে।

 
শিশুসাহিত্যিক গাজী আরিফ মান্নানের গল্পের ভাষা, চরিত্র, আবহ সবকিছুই সুনিপুণ। যেন দক্ষ কারিগরের শৈল্পিক বুননের মত করে ভাববাচ্যে সাজিয়েছেন একেকটি গল্প। তাঁর রচিত গল্প ইতোমধ্যেই পাঠকপ্রিয় হওয়ায় তার প্রকাশিত নতুন বই খেলার সময় বৃষ্টি এলো গ্রন্থটিও ২০২৬ বইমেলায় ব্যাপকভাবে পাঠকদের কাছে সমাদৃত হবে আশাবাদ ব্যক্ত করেন।
 


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ