রানা ইসলাম বদরগঞ্জ রংপুর : রংপুরে বদরগঞ্জে উর্মিলা বানু (৬৫)এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার ১৫ মে পৌরশহরে ২ নং ওয়ার্ডে ছকিমুদ্দীন ডাঙ্গা গ্রামে বৃদ্ধার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী বরাতে জানা গেছে, মারা যাওয়া ঐ বৃদ্ধা নারী বাসায় একা বসবাস করতেন। তার এক ছেলের নাম আনোয়ারুল হক। তিনি চাকরি সুবাদে ঢাকায় আছেন। এলাকাবাসী আরো জানান, তার মানসিক সমস্যা ছিল। মানুষ দেখলে তিনি মেজাজ হারিয়ে আবোল তাবোল বলতেন।গড ১০ থেকে ১৫ দিন তাকে বাড়ির সামনে দেখা যায়নি।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান বলেন, আমরা মারা যাওয়া নারীর ছেলের সঙ্গে কথা বলেছি।তিনি লাশ ময়নাতদন্ত করতে চাইছেননা।তাকে খবর দেওয়া হয়েছে। আমি বিষয়টি উর্দ্ধতন স্যারকে জানিয়েছি।