ঢাকা , বুধবার, ১৪ মে ২০২৫ , ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইন মিডিয়া 'আলোকিত নন্দিরগাঁও ডটকম'র ৬ষ্ঠ বর্ষপূর্তি সংখ্যায় লেখা আহবান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৫-১৩ ২০:০৩:৫৪
অনলাইন মিডিয়া 'আলোকিত নন্দিরগাঁও ডটকম'র ৬ষ্ঠ বর্ষপূর্তি সংখ্যায় লেখা আহবান অনলাইন মিডিয়া 'আলোকিত নন্দিরগাঁও ডটকম'র ৬ষ্ঠ বর্ষপূর্তি সংখ্যায় লেখা আহবান
 
 
নিজস্ব প্রতিবেদক : সময়ের স্রোতে - আলোর পথে স্লোগানে অনলাইন মিডিয়া 'আলোকিত নন্দিরগাঁও ডটকম' এর ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে 'আমার গাঁও: আমার ভাবনা' নামে একটি বিশেষ অনলাইন সংখ্যা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।


ছড়া, কবিতা, গল্প, কৌতুক, ইসলামী লেখা, নিজ গ্রামের কথা, সমস্যা ও সম্ভাবনা, পরিবার স্মৃতি, মা বাবার কথা ও স্মৃতি, স্মরনীয় শিক্ষনীয় গল্প, খেলাধুলা, সমসাময়িক বিষয়াদি ইত্যাদি লেখা পাঠাতে পারেন।

 
এছাড়াও নিজ গ্রাম, এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের ছবি, সর্বোচ্চ এক থেকে দুই মিনিটের ভিডিও, ষষ্ঠ বর্ষ পূর্তি উপলক্ষ্যে আপনার অনুভূতি ভিডিও দিতে পারেন। লেখা পাঠানোর শেষ তারিখ : ৩১ মে ২০২৫.। লেখা পাঠানোর ঠিকানা : +880 1797-283103 (হোয়াটসঅ্যাপ) মো.মামুনুর রশিদ, বার্তা সম্পাদক, আলোকিত নন্দিরগাঁও ডটকম। হোয়াটসঅ্যাপ মেসেজে লেখা, ছবি এবং ভিডিও পাঠাবেন প্লিজ। লেখকের পূর্ণ নাম, মোবাইল নাম্বার সংযুক্ত করিবেন প্লিজ।

 
এছাড়াও, যেকোনো প্রয়োজনে মিডিয়া প্রকাশক ফয়েজ উদ্দিন +880 1737-788233 নাম্বারে সার্বক্ষণিক যোগাযোগ করা যাবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ