কয়রা (খুলনা) প্রতিনিধি : চলতি বোরো মৌসুমে খুলনার কয়রায়য় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১২ মে সোমবার বিকালে ঘুগরাকাটি উপজেলা খাদ্য গুদামে উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থ বছরে কয়রা খাদ্য বিভাগ ৪০৪ মেট্রিক টন অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা সরকারিভাবে নির্ধারিত হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী ৩১ আগস্ট পর্যন্ত ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করবে সংশ্লিষ্ট খাদ্য বিভাগ।
এসময় উত্তর বেদকাশী থেকে আগত কৃষক আঃ রউফ ২৫ মণ এবং মহরাজপুর ইউনিয়নের মেগার আইট গ্রাম থেকে আগত কৃষক আমিনুর রহমান ৩ টন ধান বিক্রয় করেন। তারা বলেন, এই দরে ধান দিতে পেরে খুশি ।
ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য কমকর্তা দেবপ্রসাদ দাশ, ঘুগরাকাটি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সাংবাদিক সদরউদ্দিন আহমেদ, জি এম নজরুল ইসলাম প্রমুখ।