ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় সাবেক শ্রমিকলীগ নেতা জহুরুল ইসলাম রানা গ্রেফতার।


আপডেট সময় : ২০২৫-০৫-১১ ১৯:৫৯:২১
উল্লাপাড়ায় সাবেক শ্রমিকলীগ নেতা জহুরুল ইসলাম রানা গ্রেফতার। উল্লাপাড়ায় সাবেক শ্রমিকলীগ নেতা জহুরুল ইসলাম রানা গ্রেফতার।
 


মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : উল্লাপাড়ায় সাবেক শ্রমিক লীগ নেতা জরুল ইসলামকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানার পুলিশ। আজ দুপুরে উল্লাপাড়া গুলিস্তান থেকে উল্লাপাড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করেন।


আওয়ামীলীগের শীর্ষ নেতা ও সাবেক এমপি তানভীর ইমামের বিশ্বস্থ ব্যক্তিত্ব ছিলেন, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন জহুরুল ইসলাম রানা। বর্তমানে সিরাজগঞ্জ জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের কমিটিতে সাধারন সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন তিনি।


আজ দুপুরের উল্লাপাড়া (গুলিস্তান) এলাকার থেকে উল্লাপাড়া মডেল থাকার আইন-শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেন। বিগত আওয়ামী লীগ শাসনামলে স্থানীয় এমপি সহায়তায় শ্রমিক ইউনিয়নের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে।


স্থানীয় শ্রমিকরা বলেন, বিগত আওয়ামী লীগের শাসন আমলে তাদেরকে সকল সুযোগ-সুবিধা থেকে তৎকালীন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম রানা বঞ্চিত করেন এবং শ্রমিক ইউনিয়ন থেকে বিপুল পরিমাণের অর্থ আত্মসাৎ করেন। বর্তমানে সে উল্লাপাড়া মডেল থানায় পুলিশের হেফাজতে আছেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ