মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : উল্লাপাড়ায় সাবেক শ্রমিক লীগ নেতা জরুল ইসলামকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানার পুলিশ। আজ দুপুরে উল্লাপাড়া গুলিস্তান থেকে উল্লাপাড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করেন।
আওয়ামীলীগের শীর্ষ নেতা ও সাবেক এমপি তানভীর ইমামের বিশ্বস্থ ব্যক্তিত্ব ছিলেন, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন জহুরুল ইসলাম রানা। বর্তমানে সিরাজগঞ্জ জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের কমিটিতে সাধারন সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন তিনি।
আজ দুপুরের উল্লাপাড়া (গুলিস্তান) এলাকার থেকে উল্লাপাড়া মডেল থাকার আইন-শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেন। বিগত আওয়ামী লীগ শাসনামলে স্থানীয় এমপি সহায়তায় শ্রমিক ইউনিয়নের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে।
স্থানীয় শ্রমিকরা বলেন, বিগত আওয়ামী লীগের শাসন আমলে তাদেরকে সকল সুযোগ-সুবিধা থেকে তৎকালীন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম রানা বঞ্চিত করেন এবং শ্রমিক ইউনিয়ন থেকে বিপুল পরিমাণের অর্থ আত্মসাৎ করেন। বর্তমানে সে উল্লাপাড়া মডেল থানায় পুলিশের হেফাজতে আছেন।