ঢাকা , সোমবার, ১২ মে ২০২৫ , ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দেবীগঞ্জে গ্রেফতার মাদক ব্যবসায়ী


আপডেট সময় : ২০২৫-০৫-১১ ১৮:৩২:৫৯
দেবীগঞ্জে গ্রেফতার মাদক ব্যবসায়ী দেবীগঞ্জে গ্রেফতার মাদক ব্যবসায়ী



মোঃ আকতারু জ্জামান: পঞ্চগড়ের দেবীগঞ্জে ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ আনোয়ার হোসেন (১৯)।


তিনি উপজেলার পামুলী ইউনিয়নের শান্তির হাট ডাঙা পাড়া এলাকার মোঃ সমোদর আলীর ছেলে। শনিবার (১০ মে) রাত সাড়ে দশটার দিকে দন্ডপাল ইউনিয়নের শিমূলতলি এলাকায় আলালের 'স"মিলের সামনে থেকে তাকে গ্রেফতার করে এসআই শচীন্দ্র নাথসহ বনিক ও সঙ্গীয় পুলিশ সদস্যরা। এ সময় তার কাছ থেকে ২০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল জব্দ করা হয়।

পুলিশ জানায়, আনোয়ার দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায় জড়িত। বেশ কিছুদিন থেকেই পুলিশ তাকে খুঁজছে। গতকাল  মাদক বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়।


দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সোয়েল রানা বলেন, "মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত আছে। আমি বরাবরই বলেছি মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গ্রেফতার মাদক ব্যবসায়ীকে আজ সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে"।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ