মোঃ ইকবাল মোরশেদ : স্টাফ রিপোটার।
চট্টগ্রামে কক্সবাজারের বাসিন্দা মরিয়ম বেগম ৩০ নামের এক নারীর গর্ভে একসাথে ছয়টি শিশুর জন্ম দিয়েছেন একজন মা। বিজ্ঞানের ভাষায় একে বলে 'সেক্সটুপলেট'।
প্রাকৃতিকভাবে এমন গর্ভধারণ খুবই বিরল। ৪৭০ কোটিতে ১ জনের সেক্সটুপলেট হয়।
মা মরিয়ম বেগমের বয়স ৩০ বছর। স্বামী মোঃ নূর মোহাম্মদ। তারা কক্সবাজারের বাসিন্দা। চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে তাদের সন্তান ভূমিষ্ট হয়। তথ্য: বিজ্ঞানপ্রিয়। তান এবং মা ভালো আছে সবার কাছে দোয়া প্রার্থী।